১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ধর্ষণের সংবাদ প্রকাশে সাংবাদিককে হত্যার হুমকি।

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ণ
বগুড়ায় ধর্ষণের সংবাদ প্রকাশে সাংবাদিককে হত্যার হুমকি।

বিশেষ প্রতিনিধি

বগুড়ায় একটি ধর্ষণের ঘটনার সংবাদ প্রকাশ করায় জুয়েল হাসান নামের এক সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক।

মঙ্গলবার (১৯ আগস্ট) এ ঘটনায় নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক জুয়েল হাসান জাতীয় দৈনিক ‘বাংলাদেশের খবর’ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘ফক্স থার্ড আই’-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

জিডি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বগুড়ায় তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এই ঘটনা নিয়ে জুয়েল হাসান তাঁর সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জিডিতে জুয়েল হাসান উল্লেখ করেন, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির শিকার হয়েছেন, যা তাঁর এবং তাঁর পরিবারের জন্য হুমকিস্বরূপ। তিনি আশঙ্কা করছেন, যেকোনো মুহূর্তে তাঁদের ওপর হামলা হতে পারে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, “সাংবাদিকের করা জিডি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং হুমকিদাতাদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।

Sharing is caring!