
মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার পুলিশ।
জানা যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার গৌরীপুর বাজার কাঠপট্টি এলাকা থেকে মোঃ সোহান (২২) নামের ওই মাদক ব্যবসায়ী থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ২৯ হাজার ৬ শত ৫০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সোহান দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামের মোঃ খুরশিদ আলমের ছেলে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!