১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় অবৈধভাবে বালু তোলার দায়ে মৎস্যজীবি দলের নেতা আটক

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ণ
গাইবান্ধায় অবৈধভাবে বালু তোলার দায়ে মৎস্যজীবি দলের নেতা আটক

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।

গাইবান্ধার সদরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপির অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহেলকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃত শফিকুল ইসলাম সোহেল গাইবান্ধা সদরের উত্তর ঘাগোয়া মধুপুর গ্রামের মৃত নুরুন্নবী সরকার নান্নু মিয়ার ছেলে।

সোমবার(১৮ আগস্ট) দুপুরে গাইবান্ধার সেনাক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল সাঈমের নেতৃত্বে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগোয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের ১টি ড্রেজার মেশিনসহ তাকে আটক করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত সোহেলের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত অবৈধ বালু ব্যাবসায়ী ও জব্দ কৃত ড্রেজার মেশিন গাইবান্ধা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম খন্দকার জানান, আটককৃতের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের হবে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Sharing is caring!