১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চরভদ্রাসনে পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ।

admin
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
চরভদ্রাসনে পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ।

Manual8 Ad Code

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের হাজারে বরশিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বিশাল এক বাঘাইড় মাছ।

Manual3 Ad Code

রবিবার(২৯ জুন) সকালে চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ বাজারে আনলে স্থানীয় প্রায় ১৮ জন ভাগীদার মিলে ৬২ হাজার টাকায় কিনে নেন মাছটি। এরপর তারা ১৮ ভাগে সেই মাছ কেটে নেন।এর আগে শনিবার(২৮ জুন) দিনগত ভোর রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকার আদু শেখের বরশিতে এই বাঘাইড়টি ধরা পড়ে।

Manual6 Ad Code

স্থানীয় ও জেলেরা জানান, পদ্মা নদীতে পানি বাড়ছে। ইদানিং মাঝেমধ্যে জেলেদের জালে রুই, কাতলা, পাঙাশ ও বড় বোয়াল‌মাছ ধরা পড়ছে। জেলে আদু শেখ সহ অনেকে শনিবার রাতে হাজার বিঘা এলাকার পদ্মা নদীতে মাছ শিকারে বরশি পাতেন। শেষ রাতের দিকে তার বরশিতে এই মাছটি আটকা পড়ে। পরে বাঘাইড়টি টেনে নৌকায় তুলে সকালে বিক্রি জন্য চর হাজিগঞ্জ বাজারে নিয়ে আসেন। ‌

Manual6 Ad Code

এদিকে, বিশাল বাঘাইড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক অনেকে। আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৮ জন ভাগীদার মিলে মাছটি কিনে নেন।

মাছ ক্রয়করা ব্যাক্তিদের মধ্যে মোঃ বাবুল শেখ জানান, মাছটি বিক্রির জন্য আড়তে নিলামে তোলা হয়। মাছের ওজন প্রায় ৪২ কেজি। সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা ৬২ হাজার টাকায় কেনেন মাছটি। এত বড় বাঘাইড় মাছ এ বছর এই এলাকায় প্রথম পদ্মা নদীতে ধরা পড়েছে বলে তিনি জানান।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন
খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বাঘাইড় জেলেদের জালে ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাঘাইড় শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমনটি নেই। বড় মাছ হলে জেলেরা ধরতে পারবে। ঝাটকাসহ কিছু ছোট মাছ ধরার বিষয়ে আমাদের অভিযান চলে এবং আমরা সেগুলো তদারকি করি।
তবে বড় মাছ ধরার ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code