১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে উচ্চস্বরে গান-বাজনার দায়ে জরিমানা।

admin
প্রকাশিত জুন ১২, ২০২৫, ০১:৪৮ অপরাহ্ণ
টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে উচ্চস্বরে গান-বাজনার দায়ে জরিমানা।

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি

টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক এলাকায় উচ্চস্বরে গান-বাজনা ও পরিবেশ দূষণের দায়ে ৫টি পর্যটকবাহী নৌযান ও একটি হাউজবোটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১০ই জুন মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

এসময় কয়েকটি ট্রলারের পর্যটকদের টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে কোনোভাবে যেন বিনষ্ট না করে এ বিষয়ে শপথ পাঠ করান তিনি।

এর আগে গতকাল সোমবার টাঙ্গয়ার হাওরে সকল ধরনের নৌযান ও হাউজবোটে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন। ঘোষণার পরদিনই অভিযানে নামেন তাহিরপুর উপজেলা প্রশাসন।

Manual5 Ad Code

মঙ্গলবার দুপুর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক এলাকায় উচ্চস্বরে গানবাজনা বন্ধ ও প্লাস্টিক দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম।

Manual7 Ad Code

অভিযানে পাঁচটি পর্যটকবাহী ট্রলারকে উচ্চস্বরে গানবাজনা করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা ৫টি ট্রলার জামালগঞ্জ, মধ্যনগর ও কলমাকান্দা এলাকার বলে জানা গেছে। পরে নীলাদ্রি লেক এলাকার টেকেরঘাটে প্লাস্টিকের দূষণের দায়ে একটি হাউজবোটকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Manual5 Ad Code

এসময় নোঙ্গর করা সকল হাউজবোটের পাশে থাকা বিভিন্ন প্লাস্টিক বর্জ্য ও ময়লা আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দেন ইউএনও। পরে নিজ নিজ বোটের চালকেরা দ্রুত সময়ের মধ্যে নৌঘাটে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন এবং পরবর্তীতে নৌঘাট এলাকায় প্লাস্টিক দূষণ করবে না বলে অঙ্গীকার করেন।

Manual1 Ad Code

 

এছাড়াও অভিযান চলাকালে যেসব পর্যটক লাইফ জ্যাকেট ছাড়া টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এলাকায় পানিতে নেমেছিল সেসমস্ত পর্যটকদের সতর্ক করেন ইউএনও। একই সঙ্গে জরিমানা করা কয়েকটি ট্রলারের পর্যটকদের টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে কোনোভাবে যেন বিনষ্ট না করে এ বিষয়ে শপথ পাঠ করান তিনি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code