১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ০৮:১৩ অপরাহ্ণ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Manual2 Ad Code

“ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ”

 

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ-

Manual1 Ad Code

ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার ব্যানারে
সিংড়া কোর্ট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

Manual5 Ad Code

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এর সঞ্চালনায় বক্তব্য সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদরুল উলা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আলী আকবর।

এসময় উপস্থিত ছিলেন জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, উপজেলা সহ-সভাপতি মুফতি আলী হাসান, মুফতি জাকির হোসেন, মুফতি শরিফুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এসময় বক্তরা ফিলিস্তিনের উপর ইসরায়েলী গণহত্যা বন্ধ, ভারতের নাগপুরে মুসলিমদের নিপীড়নের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানান।

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code