২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ভাতিজা বউকে ধর্ষণ – চাচা শশুড় গ্রেফতার

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে ভাতিজা বউকে ধর্ষণ – চাচা শশুড় গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভাতিজার বউকে (৩৪) ধর্ষণের অভিযোগে চাচা শশুড় কয়েছ আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার গাজিটেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় ভিক্টিম থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত কয়েছকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কয়েছে গাজিটেকা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার গৃহবধু নিজ গৃহে শুয়ে ছিলেন। তার স্বামী একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। শুক্রবারের রাতের খাবার খেয়ে তিনি কর্মস্থলে চলে যান। সেই সুযোগে কয়েছ আহমদ ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় গৃহবধু কৌশলে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করলে বাড়ির লোকজন এসে কয়েছ আহমদকে আটক করেন। পরে বিষয়টি বড়লেখা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত কয়েছ আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার বিকেলে জানান, ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিক্টিম থানায় মামলা করেছেন। কয়েছে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!