২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে হেরোইনসহ ২ নারী আটক

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
রাজশাহীতে হেরোইনসহ ২ নারী আটক

রাজশাহী অফিস :: রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পুলিশ বিশেষ অভিযানে ৫ কেজি হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (১৫ মার্চ ) ভোরে গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন- মোসাঃ নাজমা (৫৩) ও মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) । মোসাঃ নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মোসাঃ তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে দুই নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ সকাল ৬:১৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করে। তল্লাশির এক পর্যায়ে তাদের দেহ থেকে ৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।

Sharing is caring!