১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৮

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৮

Manual7 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পশ্চিম ধনকুণ্ডা এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকার ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

Manual4 Ad Code

তিনি বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এখনো জানা যায়নি। প্রত্যেকে বার্ন ইউনিটে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমিয়া (দেড় বছর) ও নুরজাহান (৩৫)।

Manual3 Ad Code

এলাকাবাসী জানান দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনুকুন্ডা ইব্রাহিম রেলের বাড়ির টিনশেড ২ রুমে লাইনের গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে রুমে থাকা শিশু নারী সহ দগ্ধ ৮ জনকে রাত সাড়ে ৪টার দিকে বার্ন ইউনিটে নিয়ে যায়।

Manual1 Ad Code

এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে একটি গ্যাস লাইন গেছে সে গ্যাস লাইনের লিকেস থাকার কারণে রুমে গ্যাস জমে থাকার কারণে,রাতসাড়ে তিনটার মধ্যে মশার কয়েল অথবা কারেন্টের ইসপার্ট থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে আমরা প্রাথমিক ধারণা করছি, পাশাপাশি দুইটা রুম এক রুমে পাঁচজন ছিল আরেক রুমে তিনজন ছিল মোট এই আটজন দগ্ধকে ঢাকা বার্ন ইউনিস্টিটিউটে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code