১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৪ কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ণ
৪ কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি,

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগের দায়ে ৪ কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শহরের লক্ষ্মীপুর, ভৈরব উত্তরপাড়া, চণ্ডিবের ও পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম।

 

অভিযানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প, জেলা ব্যাটালিয়ান আনসার ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।

 

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলে বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবে ৪ টি ফুড প্রোডাক্টস্ কারখানাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের লক্ষ্মীপুর এলাকার মাক্কন মোল্লা ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ লাখ টাকা, উত্তরপাড়া এলাকায় নিবন্ধন না থাকায় নন্দন ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, চণ্ডিবের এলাকায় লেভেলে মিথ্যা তথ্য দেয়ার দায়ে দেশবন্ধু বেকারিকে ১ লাখ টাকা ও পঞ্চবটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতার দায়ে মোল্লা ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকাসহ মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম জানান, ভেজাল খাদ্য মানব দেহের জন্য ক্ষতিকর। ভেজাল খাদ্য ক্যান্সারের উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী চিফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেটের নির্দেশে নিরাপদ স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ভৈরবের বিভিন্ন ফুড কারখানায় অভিযান পরিচালিত হয়েছে । অভিযানে ৪ টি কারখানা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Sharing is caring!