২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রংপুরে অপারেশন ডেভিল হান্টে শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৮:০৫ অপরাহ্ণ
রংপুরে অপারেশন ডেভিল হান্টে শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি,

রংপুরের গঙ্গাচড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে চান মিয়া (৪৩) নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গঙ্গাচড়া মডেল থানার পুলিশের অভিযানে গঙ্গাচড়া বাজার থেকে তাঁকে আটক করা হয়।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

চান মিয়া আলমবিদিতর ইউনিয়নের মণ্ডলের হাট এলাকার মনতাজ উদ্দিনের ছেলে। তিনি আলমবিদিতর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।

পুলিশ জানায়, চান মিয়ার বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসমক্ষে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।

ওসি আল এমরান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে চান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

Sharing is caring!