২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শ্রমিকদের সড়ক অবরোধ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৬:৪০ অপরাহ্ণ
শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি,

ছাঁটাই বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।

ইউরোটেক্স লিমিটেডের শ্রমিকেরা আজ বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও নারায়ণগঞ্জ উভয়মুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তির শিকার যাত্রীরা হেঁটেই রওনা হন গন্তব্যস্থলে।

শ্রমিকেরা জানান, কারখানা থেকে শ্রমিক ছাঁটাই বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেন। বিকেল ৫টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি একই কারখানার শ্রমিকেরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় অবরোধ করেন। প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর আলোচনার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু আলোচনায় সমাধান না আসায় গতকাল আবার অবরোধ করেন শ্রমিকেরা।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক সেলিম বাদশা বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার, লে-অফ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। তাঁদের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Sharing is caring!