১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি রুহুল আমিন হাওলাদারের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ণ
সাবেক এমপি রুহুল আমিন হাওলাদারের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন

টি আই অশ্রু, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ-

জাপা’র সাবেক মহাসচিব ভূমিদস্যু রুহুল আমিনের গ্রেফতার ও শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি বাবুল ভুইয়া, স্থানীয় ক্ষতিগ্রস্থ আবদুর রশিদ মোল্লা ও মজিবর রহমানসহ স্থানীয় ক্ষতিগ্রস্তরা। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বৈরাচারের দোষর ভূমিদস্যু রুহুল আমিন কুয়াকাটার অনেক অসহায় মানুষের জমি দখল করে ভোগ করে আসছে। এসব জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া এবং রুহুল আমিনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।

Sharing is caring!