১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিংড়ায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ০৫:০২ অপরাহ্ণ
সিংড়ায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Manual4 Ad Code

কাবিল উদ্দিন কাফি,নাটোর থেকেঃ-

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা।

Manual4 Ad Code

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের ছাত্র প্রতিনিধি মোঃ শিশির মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য দেন নাটোরের ছাত্র প্রতিনিধি উদয় মিজান, সিংড়া উপজেলা ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আব্দুল মমিন, আদনান সরকার, নিস্তাক বিল্টু, শোয়াইব তামজিদ ও সজিব সরদার।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা একজন মানবিক, সৎ ও দক্ষ মানুষ। তিনি সবসময় ন্যায়ের পক্ষে। জুলাইয়ের আন্দোলনের সময় তিনি ছাত্র-জনতার সাথে ছিলেন, সিংড়ার সার্বিক পরিস্থিতি ভালো রেখেছেন। তার বদলি সিংড়ার জনগণ মেনে নেবে না। তাই অবিলম্বে তার বদলি আদেশ প্রত্যাহার করে সিংড়ায় বহাল রাখা হোক।

Manual8 Ad Code

মানববন্ধনে আগামী ১২ঘন্টার মধ্যে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা’র বদলি আদেশ প্রত্যাহার করা না হলে অনশন ও সিংড়া উপজেলার সকল সরকারি অফিসের কার্যক্রম বন্ধের হুশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গতকাল (১০ নভেম্বর) এক প্রজ্ঞাপনে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে বাগাতিপাড়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code