১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

Manual1 Ad Code

টি আই অশ্রু,জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ-

মুখোশ পড়া ডাকাত দল ওই পুলিশ কর্মকর্তার মা ও ভাইকে কুপিয়ে এবং পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

তাদের মধ্যে মা ও ভাইকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বরিশালের গৌরনদী-আগৌলঝাড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাখির মা রিনা বেগম, বাবা আবদুস সালাম তালুকদার ও ভাই ইসতিয়াক বিন ইসলাম জাবের।

Manual1 Ad Code

পরিবার সদস্য সালাম তালুকদার জানান, রাত সোয়া দুইটার দিকে কোলাহলের শব্দে ঘুম ভাঙে।

এ সময় অন্য রুমে ছেলেকে মারধর করা হচ্ছিলো। স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে আলমিরার চাবি দেওয়া হলে নগদ ৯৮ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

Manual4 Ad Code

তিনি জানান, ডাকাতদল মাইক্রোবাস হাইওয়েতে রেখে আসে এবং ডাকাতি শেষে ওই গাড়িতে করে চলে যায়। ৯ ডাকাত বাড়ির প্রধান দরজা ভেঙে প্রবেশ করে। বাহিরে ছিলো আরও ৪/৫ জন।

Manual4 Ad Code

এ সময় বাড়িতে ছোট মেয়ে আশ্রাফি সুলতানা মুন ও মেয়ে জামাই আবদুল্লাহ আল মামুন ছিলো। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

পরে রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual1 Ad Code

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, এ ব্যাপারে জোর তদন্ত ও তৎপরতা চলছে। জেলায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code