১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উলিপুর উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ
উলিপুর উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন

Manual8 Ad Code

মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টারঃ-
আজ ৫৩ তম জাতীয় সমবায় দিবস। প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী পালিত হয়। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে এই দিবস পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উলিপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০২নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

Manual2 Ad Code

উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়ার সঞ্চালনা ও সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান, সাব- ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হোসেন, প্রমুখ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে, সমবায়ে বিশেষ অবদানের জন্য সমবায় ৬টি সমিতিকে বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code