১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গংগাচড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ০৭:৫২ অপরাহ্ণ
গংগাচড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ আফফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধিঃ- “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যে সামনে রেখে গংগাচড়ায় জাতীয় সমবায় দিবস পালিত করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। এরপর র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আবু হানিফ সরকার, গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সমন্বয়ক মেজবাউল আলম ফাহিম, ভুটকা দুগ্ধ ও মাংস উৎপাদন সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ, সমবায়ী উদ্যোক্তা সালমা আক্তার, ছোবহানা বেগম রুপালী প্রমুখ।

সভায় সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক মো. জীবন মিয়া ও ফ্যাসিলিটেটর তানজিনা আক্তার।

Sharing is caring!