ক্রাইম রিপোর্টারঃ সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিসের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ছাতক পৌর শহরের পাবলিক খেলার মাঠে খেলাফত মজলিস ছাতক উপজেলা ও ছাতক পৌর শাখার উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ও পৌর শাখার সাধারণ সম্পাদক কে এম সুলাইমান আহমদ তালুকদারের যৌথ পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, সংগঠনের সিলেট জোনের সহকারী ইনচার্জ অধ্যক্ষ আবদুল হান্নান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন, সিলেট জালালাবাদ থানা শাখার সভাপতি কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ইসলামী যুব মজলিসের সভাপতি ফারুক আহমদ জাবেদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক মজলিসের আহবায়ক ফারুক আহমদ, জেলা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি এনামুল হক আলী।
খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ বক্তব্যে বলেছেন, কোন কালেই জালিম-নমরুদদের আল্লাহ পাক রেহায় দেননি। অতীতে নমরুদ জালিমরা পুরুষ ছিল কিন্তু আমাদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মহিলা জালিম। এই জালিম চেয়েছিল সারা জীবন সরকার থাকবে এবং তার পরে সরকার হবে ছেলে কিন্তু আল্লাহ পাক তা পূরণ করতে দেননি। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ভোটের অধিকার হরণ করেছিল। বিগত তিনটি সংসদ নির্বাচনে হাসিনাসহ বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে দেশ লুটে পুটে খেয়েছে। কথা বলারও স্বাধীনতা ছিলনা। কথা বললে গুম খুন করা হয়েছিল। সিলেটের এম ইলিয়াস আলীকেও ওই জালিম সরকার গুম করেছে। পুলিশ আর্মি দিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে পঙ্গু করেছে। জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। এই দেশ আলিম উলামার দেশ। আগামীর সরকার হবে ইসলামী সরকার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহবান জানান।
আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মঈনুল হক, ছাতক পৌর শাখার সহ সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, ছাতক উপজেলার সহ সভাপতি কে এম সালেহ আহমদ, পৌর শাখার সহ সাধারণ সম্পাদক নূরে আলম চৌধুরী, খেলাফত মজলিস ছাতক উপজেলার সহ সভাপতি হাফেজ মাওলানা আবদুল হাই, দোয়ারাবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন সাঈদ, জেলা ছাত্র মজলিসের সেক্রেটারি জুবায়ের আহমেদ নাবিল, সাবেক সেক্রেটারি মাওলানা কাওছার আহমদ তালুকদার, ছাতক পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুরুর রহমান, ছাতক পৌর যুব মজলিসের সভাপতি হাফেজ আবুল হোসেন ইনু, হাফেজ উমায়রুল ইসলাম লস্কর, তোফায়েল আহমদ, হাফেজ মাওলানা আজহারুল ইসলাম, ক্বারী নজরুল ইসলাম, মাওলানা আবদুস সালাম, মাওলানা বায়েজিদ আহমদ, মাওলানা রশিদ আহমদ, আবু সালেহ প্রমুখ।
Sharing is caring!