১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

Manual5 Ad Code

টি.আই.অশ্রু,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

গ্রামীণ নারী মার্জাদাপূর্ন জীবন গড়ি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস ২০২৪ উদযাপন করা হয়।

Manual3 Ad Code

৩০ অক্টোবর বেলা ১১ টায় গ্রামীণ নারী দিবস উপলক্ষে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী-(ক্রিয়া) প্রকল্পের উদ্যোগে জার্মপ্লাজম সেন্টার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Manual6 Ad Code

শোভাযাত্রা শেষে বেলা সোয়া ১১ টায় জার্মপ্লাজম সেন্টারের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জার্মপ্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল কাজে সহযোগিতা করেছেন।

Manual3 Ad Code

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার, প্রফেসর মোঃ আবদুল লতিফ এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক, প্রফেসর মোঃ জামাল হোসেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবং নারীদের ক্ষমতায়ন ও বিভিন্ন দিক তুলে ধরেন। ও আত্ম নির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code