১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিংড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ
সিংড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

Manual7 Ad Code

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

Manual4 Ad Code

নাটোরের সিংড়ার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১অক্টোবর) বেলা  ১১টায় বিদ্যালয় চত্বরে  উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ জিয়ারুল হকের  সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ ।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, বিয়াশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রইচ উদ্দিন, চিকিচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুর কাদের, আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ বাহা উদ্দিন, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, খায়রুল ইসলাম, অভিভাক সদস্য মোঃ আকরাম হোসেন, আলাউদ্দিন আকন্দ, সহকারী শিক্ষক মোঃ শামীম রেজা প্রমূখ।

Manual4 Ad Code

বক্তব্য শেষে  বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও  ব্যবস্থাপনা কমিটির  পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

Manual3 Ad Code

উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক ১৯৯০ সালের ১৬ মে উপজেলার চৌপুকুরিয়া সরকারী প্রাথমিক  বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে চাকুরীতে  যোগদান করেন এবং  প্রায় ৩৫ বছর কর্মজীবন শেষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি  ২০১০ সালে সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হন এবং  শিক্ষামন্ত্রণালয়ের তত্বাবধানে ২০১৭ সালে শিক্ষা সফরে ভারতে ভ্রমন করেন। এছাড়া তিনি উপজেলা পর্যায়ে প্রাথমিক সমাপনি পরীক্ষা কেন্দ্রের হল সুপার, গণিত বিষয়ে শিক্ষক  ট্রেইনার ও গণিতের প্রধান পরীক্ষক সহ বিভিন্ন গিুরুত্বর্পুণ বিষয়ে দায়িত্ব পালন করেছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code