১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ- আনন্দ উল্লাস আর ফুলেল শুভেচ্ছায় অনার্স ১ম বর্ষের একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতহাস বিভাগ। মঙ্গলবার (২৯অক্টোবর) সকালে কলজের শ্রেনীকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মাদ ইনসান আলী। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রকাশ চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রভাষক আবু রায়হান এবং শরিফা রহমান সুইটি।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার তাঁর বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সকল শিক্ষক ও কর্মচারীদের নিয়ে যেভাবে অ্যাকাডেমিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে, তা দ্বারা অনতিবিলম্বে কলেজটি দেশের শিক্ষা ক্ষেত্রে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে।

তিনি আরো বলেন, এ কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর; যাদের সফল কর্মকাণ্ডে এই প্রতিষ্ঠানের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!