১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিংড়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ণ
সিংড়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি :

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নাটোরের সিংড়ায় ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪ টায় ছাত্রদলের আয়োজনে একটি মিছিল কোর্টমাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতা মিলন হোসেন রাকিবের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মমিন, সাবেক ছাত্রদল নেতা আবু সাঈদ পলাশ, শাহীন আহমেদ টুকু।

এসময় উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফায়সাল আহমেদ সম্রাট, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্রদল নেতা অর্পণ আজাদ, ফয়সাল আহমেদ জনি, রাকিব হোসেন, বাদশা আহমেদ, শাকিল আহমেদ, অপু, রনি প্রমুখ।

এসময় গত বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এর উপর যুবলীগের হামলার প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

Sharing is caring!