বিশেষ প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলায় ডিজিএফআই (DGFI) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকরা নিজেদের DGFI সদস্য পরিচয় দিয়ে জুয়াড়িদের আটক করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেগুনবাগান এলাকায় একদল ব্যক্তি জুয়া খেলতে এলে অপর একটি দলের চারজন নিজেদের DGFI সদস্য পরিচয় দিয়ে তাদের আটক করে।
এ সময় তারা জুয়াড়িদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তারা ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট সবাইকে লংগদু জোনে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের লংগদু থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন— ১. কসাই একরামুল হক (২৫), ২. মোটরসাইকেলচালক রাজু আহমেদ (২২), ৩. পিকআপচালক মো. ইয়াছিন আলী (৩২), ৪. পিকআপচালক মো. শাহজাহান (৩৬)। তারা সবাই রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা।
লংগদু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) স্বরজিত দে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সোমবার তাদের আদালতে পাঠানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।