১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মালদ্বীপে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
মালদ্বীপে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া মাহফিল

Manual7 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual2 Ad Code

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপে কোরআন খতম,দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির কোরআন খতম ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানী মালের কামানা মালানের অডিটোরিয়ামে প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাতে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।

Manual4 Ad Code

দলটির মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকলে দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন।

এরপর প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন নেতাকর্মীরা।একই সঙ্গে তার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাতও করেন দলটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

Manual5 Ad Code

এ স্মরণ সভায় সভাপতিত্বের বক্তব্যে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান বলেন প্রয়াত বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও সাংগঠনিক মূল্যবোধ পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। একইসাথে বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরে দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের মতো মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের মাঝেও চলছে চাপা কান্না আর শোকের আবহ। এই মহীয়সী নারীর মাগফিরাত কামনায় মালদ্বীপের জাতীয় মসজিদে গায়েবানা জানাজার নামাজ আদায়ের পর মসজিদ আল-জালালুদ্দিনে তিনদিনের খতমে কোরআন ও বিশেষ দোয়ারও আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতৃবৃন্দরা।

প্রয়াত বেগম খালেদা জিয়ার এ স্মরণ সভায় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের প্রবাসীদের সমবেত প্রার্থনার মাধ্যমে মালদ্বীপে শোক ও শ্রদ্ধার আবহ সৃষ্টি হয়।একইসাথে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি তাদের গভীর সম্মানও প্রকাশ পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির মালদ্বীপ শাখার সিসহ-সভাপতি নেহের মিয়া, বাবুল হোসেন, এমরান হোসেন,মো. ফারুকসহ অনেকে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code