স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপে কোরআন খতম,দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির কোরআন খতম ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানী মালের কামানা মালানের অডিটোরিয়ামে প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাতে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।
দলটির মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকলে দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন।
এরপর প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন নেতাকর্মীরা।একই সঙ্গে তার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাতও করেন দলটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
এ স্মরণ সভায় সভাপতিত্বের বক্তব্যে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান বলেন প্রয়াত বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও সাংগঠনিক মূল্যবোধ পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। একইসাথে বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরে দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের মতো মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের মাঝেও চলছে চাপা কান্না আর শোকের আবহ। এই মহীয়সী নারীর মাগফিরাত কামনায় মালদ্বীপের জাতীয় মসজিদে গায়েবানা জানাজার নামাজ আদায়ের পর মসজিদ আল-জালালুদ্দিনে তিনদিনের খতমে কোরআন ও বিশেষ দোয়ারও আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতৃবৃন্দরা।
প্রয়াত বেগম খালেদা জিয়ার এ স্মরণ সভায় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের প্রবাসীদের সমবেত প্রার্থনার মাধ্যমে মালদ্বীপে শোক ও শ্রদ্ধার আবহ সৃষ্টি হয়।একইসাথে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি তাদের গভীর সম্মানও প্রকাশ পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির মালদ্বীপ শাখার সিসহ-সভাপতি নেহের মিয়া, বাবুল হোসেন, এমরান হোসেন,মো. ফারুকসহ অনেকে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।