১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ
কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

Manual4 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual5 Ad Code

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাসের কাছে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শিবাঙ্ক অবস্থি (২০)।

পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন গুরুতর আহত ব্যক্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শিবাঙ্ক অবস্থিকে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

পুলিশ জানায়, চলতি বছরে টরন্টোতে এটি ৪১তম হত্যাকাণ্ড। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে ধরতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।

Manual6 Ad Code

শিবাঙ্ক অবস্থির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত। টরন্টোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code