 
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু
কলেজ মোড় থেকে মাছের হাট অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শাখার ইসলামী ছাত্রশিবির মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেছে।
গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর-২০২৫) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ১১টায় কলেজ গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের মূল ভবনের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালীন সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশবাড়ী সরকারি কলেজ শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেন পলাশ।
তিনি বলেন, “কলেজ মোড়ে মাছের হাট বসার কারণে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে প্রধান সমস্যা হলো, সকালবেলা ব্যাপক যানজট সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের কলেজে পৌঁছাতে দেরি করায়।
তিনি আরও উল্লেখ করেন যে, এটি একটি আবাসিক এলাকা হওয়ায় মাছের হাটের কারণে পরিবেশও দূষিত হচ্ছে। অবিলম্বে তিনি মাছের হাটটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
মানববন্ধন শেষে ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মাছের হাট স্থানান্তরের জন্য লিখিত আবেদন জমা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী সরকারি কলেজ শাখার সেক্রেটারি মোঃ জুয়েলসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় জনগণও আশা প্রকাশ করেছেন।
	
		Sharing is caring!