৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক এম হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলার ও হয়রানির প্রতিবাদে দিনাজপুর মানববন্ধন অনুষ্ঠিত ।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ণ
সাংবাদিক এম হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলার ও হয়রানির প্রতিবাদে দিনাজপুর মানববন্ধন অনুষ্ঠিত ।

Manual8 Ad Code

বোচাগঞ্জ প্রতিনিধি

আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, এম হাসান একজন সত্যনিষ্ঠ সাংবাদিক। সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতার চাঁদাবাজির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন।

সর্বশেষ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা সাংবাদিক সমাজের জন্য উদ্বেগজনক।

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার না করা হলে দিনাজপুরসহ সারা দেশের সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর থেকে সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। একটি রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে।

Manual3 Ad Code

এ বিষয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের নামে মামলা গ্রহণ করেছে। তাঁরা এ ধরনের পদক্ষেপকে প্রশাসনের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন, চাঁদাবাজ-সন্ত্রাসী ও টেন্ডারবাজদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য। একই সঙ্গে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে সাংবাদিক সমাজ সবসময় সত্য প্রকাশে অবিচল থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে রাখবে।

Manual2 Ad Code

দৈনিক আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি দৈনিক নয়াদিগন্তের দিনাজপুর প্রতিনিধি সাদাকাত আলী খান, আমার দেশ পার্বতীপুর উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, দিনাজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউর ইসলাম রাজু, এনটিভির সাবেক স্টাফ রিপোর্টার প্রমথেশ শীল, দৈনিক বাংলাদেশের খবরের দিনাজপুর প্রতিনিধি আব্দুস সালাম, মানবজমিনের প্রতিনিধি মুহাম্মদ কামারুজ্জামান, আমার দেশ বিরামপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক, আমার দেশ বিরল উপজেলা প্রতিনিধি মো. নাজমুল হক প্রমুখ।

এছাড়া মানববন্ধনে আমার দেশ হাকিমপুর উপজেলা প্রতিনিধি মীর শহীদ হোসেন, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধ ইমরান হোসেন, কাহারোল উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আবুল ওহাবসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code