১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় ১ মাসের আল্টিমেটামের ২ দিনের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরুঃ শত কোটি টাকা আত্মসতে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
পাইকগাছায় ১ মাসের আল্টিমেটামের ২ দিনের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরুঃ শত কোটি টাকা আত্মসতে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় নাগরিক ফোরামের মানববন্ধনে দেয়া ১ মাসের আল্টিমেটামের দুদিনের মধ্যে পাইকগাছা প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।

এদিকে এ  সড়কের বাঁকসরলী করণসহ সংস্কার কাজে বরাদ্দ শত কোটি টাকা আত্মসতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কয়রা-আঠার মাইলের প্রধান সড়কের মারাত্মক ক্ষতিগ্রস্ত পাইকগাছার গোলাবাড়ীস্থ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন,মাওঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম রফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন,মোঃ হুমায়ন কবির,আক্তারুল ইসলাম,হাবিবুর রহমান,জিয়ারুল ইসলাম,শহিদুল ইসলাম,সিজাজুল ইসলাম,ফারুক হোসেন,কামরুল ইসলাৃ ও সাইফুল ইসলাম। প্র

ধান অতিথি বলেন, খুলনার কয়রা-পাইকগাছা প্রধান সড়কের ৩৪ বাঁক সরলীকরণ ও সংস্কারের জন্য ২০২০ সালে ৪’শ কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু আজও পর্যন্ত একটা বাঁকও সরলী করণ হয়নি।সামান্য কিছু কাজ হয়। কিন্তু সে সড়কের অবস্থা খুবই খারাপ হওয়ায় তা সংস্কারের দাবীতে শনিবার পাইকগাছা জিরোপয়েন্টে মানববন্ধন হয়।

মানববন্ধনে সড়ক সংস্কারের জন্য এক মাসের আল্টিমেটাম দেয়া হয়। সে আলোকে দুদিনের মধ্যে কতৃপক্ষ মঙ্গলবার সংস্কারের কাজ শুরু করেছে।

এদিকে একাজে জড়িত ঠিকাদারী প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজ, কয়রা-পাইকগাছার সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই সাবেক সংসদ সদস্য এ সড়কের জন্য বরাদ্দকৃত শত কোটি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন।

Sharing is caring!