৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছা-কয়রা প্রধান সড়ক ১ মাসের মধ্যে সংস্কার নাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
পাইকগাছা-কয়রা প্রধান সড়ক ১ মাসের মধ্যে সংস্কার নাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পাইকগাছা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলার জিরোপয়েন্ট চত্বরে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট দিপংকর সাহা, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন, শাহাবুদ্দিন সরদার, নোয়াব আলী সরদার, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

বক্তারা এলাকার উন্নয়ন, অনিয়ম, দূর্নীতি প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত কোন প্রার্থী না দেওয়ার জন্য রাজনৈতিক দলের উর্ধতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

এসময় বক্তারা আরো বলেন আগামী এক মাসের ভিতরে সড়ক সংস্কার করা না হলে ইউএনও অফিস ঘেরায় করার আল্টিমেটাম দেন।

Sharing is caring!