৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরা প্রেসক্লাবের সামনে মহিলাদের মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
মনপুরা প্রেসক্লাবের সামনে মহিলাদের মানববন্ধন অনুষ্ঠিত

Manual1 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:

Manual3 Ad Code

ভোলার মনপুরায় নৌকার দাদনের টাকা লেনদেনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর সাকুচিয়া রহমানপুর গ্রামের জনু চৌকিদারের ছেলে কালু চৌকিদার ও কামাল চৌকিদারকে মারধর করেন চর গোয়ালিয়া গ্রামের ওহাব আলী রাড়ির ছেলে নাছির রাড়ি ও সেলিম রাড়ি,রুবেল,ইলিয়াছ সহ কয়েক জন।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, কালু চৌকিদার নাছির রাড়ির কাছ থেকে দাদনে ১ লাখ ৭ হাজার টাকা নেন খোজ দাদন হিসেবে। তবে নিয়মিত মাছ দেয়ার পরেও কম কেন পায় মাছ নদীতে এ নিয়ে ক্ষুব্ধ হয় নাছির। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এতে গুরুতর আহত হয় কালু চৌকিদার, কামাল চৌকিদার ও কালু চৌকিদারের স্ত্রী।

আহতদের উন্নত চিকিৎসার জন্য  চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।পরে নাছির রাড়ী ও সেলিম রাড়ীর বিরুদ্ধে এলাকার মহিলাদের কে উত্যক্ত করার ও অযথা মারধরের ও অভিযোগ উঠে।নাছির ও সেলিম রাড়ীর এলাকায় দাপিয়ে বেড়ায় মহিলাদের হুমকি দামকি দিয়ে থাকে।

এমন অভিযোগ নিয়ে ৭ সেপ্টেম্বর রাত সাতটায় মনপুরা উপজেলা প্রেস ক্লাবের সামনে আলমপুর রাস্তার মাথার এলাকার মহিলারা মানববন্ধন করে দোষীদের বিচার দাবী করে।এবং এলাকাবাসী জানান নাছির ও সেলিমের অত্যাচরে এলাকাবাসী অতিষ্ঠ।এলাকাবাসী এতোদিন তারের ভয়ে মুখ খুলতে পারি নি।

Manual5 Ad Code

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)  আহসান কবির বলেন,” মারামারির ঘটনা শুনে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠাই এবং ঘটনা সততা পেয়েছি। এবং বাদী মামলা করার পরে আমরা নাছির কে আটক করেছি।

বাকি আসামিদের গ্রেপ্তারে মনপুরা থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code