৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের ২৪ গণঅভ্যুত্থান বিরোধী দুর্নীতিগ্রস্তদের অপসারণের দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
গাজীপুরে উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের ২৪ গণঅভ্যুত্থান বিরোধী দুর্নীতিগ্রস্তদের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনিয়ম স্বেচ্ছাচারিতা, বদলি বাণিজ্যকারীদের অপসারণের দাবিতে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের গাজীপুর মহানগর কমিটির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত ১৭ আগস্ট দুপুরে গাজীপুরের বোর্ড বাজারের উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের সামনে।

গাজীপুর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম আমজাদ খান আরো বক্তব্য রাখেন এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগর এর আহবায়ক মাসুদ জমাদ্দার রানা, সদস্য সচিব এডঃ সুলতানা রাজিয়া, ভাসানী জনশক্তির পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ সাইফুল আলম চৌধুরী খেলাফত মজলিসের মোঃ আহসান হাবিব, শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর জেলার আহবায়ক মোহাম্মদ রবিন হোসেন, নাগরিক ঐকের মোঃ কামাল উদ্দিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মোহাম্মদ মিন্টু মিয়া, বিপ্লবী ওয়াকাস পার্টির মোঃ আবু হানিফ, ভাসানী অনুসারী পরিষদের সাইফুল ইসলাম চৌধুরী, রাষ্ট্রসংস্কার আন্দোলনের মিঠু মিয়া , জাতীয় পেশাজীবী ঐক্য পরিষদের মোঃ আশরাফুল আলম, ছাত্র অধিকার পরিষদের ফরিদুজ্জামান জাহিদ, এবি পার্টির ডাঃ রফিকুল ইসলাম, এবি যুব পাটির মোঃ সোহেল মিয়া, মনোয়ার হোসেন ডিপজল, মোঃ মনির হোসেন, নোবিন মিয়া প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আলতাফ হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা রক্ত দিয়েছিল সমাজ থেকে দুর্নীতি, স্বজন প্রীতি, অনিয়ম দূর করার জন্য, আজ সেই অনিয়ম দুর্নীতি স্বজন প্রীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে, উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের ১৫ বছরের দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, আজও সেই দুর্নীতিবাজরা বসে আছে , যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজদের বহিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।

বিশেষ অতিথি বক্তব্যে এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম. আমজাদ খান বলেন, জাতির ক্লান্তিকালে সকল স্বাধিকার আন্দোলন গাজীপুর থেকে শুরু হয়, এবারও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান বিরোধী, দুর্নীতিগ্রস্তদের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এসময় তিনি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের ভিসি একটি রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক, এটা কিভাবে হতে পারে? অনতিবিলম্ব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

Sharing is caring!