৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুপচাঁচিয়ায় যুবদলের বিজয় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
দুপচাঁচিয়ায় যুবদলের বিজয় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

Manual1 Ad Code

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: মোঃ আনিসুর রহমান

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল বিজয় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব আফসার আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান।

বক্তব্যে আফসার আলী বলেন, “আজকের এই বিজয়ের দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ মনির, আবু রায়হান রাহিমসহ সকল শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই দিনটি পেয়েছি। সেই সাথে শ্রদ্ধা জানাই জুলাই মাসে আহত ও পঙ্গুত্ববরণকারী ভাইবোনদের প্রতিও।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর এক দফা এক দাবিতে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতীক হয়ে আছে ৫ই আগস্ট। আমরা আর হত্যা, গুম, মামলা-হামলা ও ক্রসফায়ারের শিকার হতে চাই না। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা অন্যায় মামলা এবং নির্যাতনের শিকার হয়েছি, বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছে। আজকের এই দিনে আমরা শপথ নিই – তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করব।”

Manual3 Ad Code

সমাবেশ শেষে একটি বিশাল বিজয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক, ইব্রাহিম আলী, যুবদল নেতা জাহিদ হোসেন রুস্তম, কাজী ইলিয়াস হোসেন কল্লোল, সবুজ শেখ, ইকবাল হোসেন হিরো, সোহেল রানা, আব্দুস সালাম রিপন প্রামাণিক, কৃষক দল নেতা আয়াতে আলী, মোকলেসুর রহমান বাবু, মাহাবুবুর রহমান মাফু, মুকুল হোসেন এবং ছাত্রদল নেতা এহসানুল হক রাঙ্গা ও মেহেদী হাসান প্রমুখ।

Manual3 Ad Code

বিজয় সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ও উদ্দীপ্ত শ্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code