৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ণ
মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

Manual5 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এবং পীর সাহেব চরমোনাই সমর্থীত হাতপাখা প্রতীকের প্রার্থী জনাব আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টায় মনপুরা উপজেলায় শুভ আগমন করেন।

Manual2 Ad Code

সাধারণ মানুষের ভালোবাসা ও নেতা-কর্মীদের বিপুল সংবর্ধনার মধ্য দিয়ে তিনি মনপুরায় পদার্পণ করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগে অংশগ্রহণ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন মনপুরা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবী।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, যুব ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual4 Ad Code

প্রার্থী প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন বলেন,
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ দুর্নীতি, চাঁদাবাজি ও নৈতিক সংকট বিরাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল হিসেবে আদর্শ ও আমানতের রাজনীতি করছে।

আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি, মানুষের কল্যাণ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে, ইসলাম ন্যায়ের পক্ষে ও দুর্নীতিবিরোধী শক্তিকে বিজয়ী করুন,তিনি আরও বলেন, “হাতপাখা প্রতীক মানে শান্তি, বিশ্বাস যোগ্যতা ও ইসলামী আদর্শ।

Manual5 Ad Code

ইনশাআল্লাহ নির্বাচিত হলে আমি মনপুরাবাসীর অধিকার, নদীভাঙন রোধ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে কাজ করবো।

উল্লেখ্য: গত ২১/০৭/২৫ ইং তারিখে ঢাকার উত্তরায় সদ্য বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় ও যারা আহত হয়েছেন তাঁদের সুস্থতার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code