৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় অস্ত্র, ককটেল দিয়ে বাবা, ছেলে ও ভাইপোকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, প্রতিপক্ষ কর্তৃক মাইক্রোফন কাড়াকাড়ি 

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ণ
পাইকগাছায় অস্ত্র, ককটেল দিয়ে বাবা, ছেলে ও ভাইপোকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, প্রতিপক্ষ কর্তৃক মাইক্রোফন কাড়াকাড়ি 

Manual8 Ad Code

মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : –

খুলনার পাইকগাছায় অস্ত্র ককটেলসহ মাদকদ্রব্য দিয়ে বাবা-ছেলে ও ভাইপোকে ষড়যন্ত্রপুর্বক গ্রেপ্তার করানোর প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

মানববন্ধনে বক্তব্য চলাকালে মাইক্রোফোন প্রতিপক্ষ  মোখলেছুর রহমান কাজল কর্তৃক কেড়ে নেয়ার ঘটনা ঘটে।

Manual5 Ad Code

রবিবার বিকেলে উপজেলার নতুন বাজারস্থ প্রধান সড়কের উপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মটবাটী দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা মাওঃ আমিনুল ইসলাম, বিপ্লব সরকার, রিংক মন্ডল, দিপালী বিশ্বাসসহ অনেকে। ভুক্তভোগী পরিবের সদস্যরা কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা দেন। সভাপতিত্ব করেন নির্মল বিশ্বাস।

Manual1 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, গত  ৮ জুলাই উপজেলার মটবাটী গ্রামের রসময় বিশ্বাসের জ্বালানী রাখা ভাঙ্গা ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান, ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা। এসময় গ্রেফতার করে রসময় বিশ্বাস (৫৮) তার ছেলে প্রিতম বিশ্বাস (৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাস(২৯)।

Manual8 Ad Code

বক্তারা আরো বলেন, যারা আইন শৃংখলা বাহিনীকে সংবাদ দিয়ে এসব  উদ্ধার ও গ্রেপ্তার করিয়েছে তারাই এগুলো রেখে তাদেরকে ফাঁসিয়েছে। জায়গা-জমি নিয়ে প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীদের শত্রুতা চলছে। তারাই এটা ঘটিয়েছে।

এদিকে মানববন্ধন চলাকালে দিলীপের সহযোগী মোখলেছুর রহমান কাজল ভুক্তভোগী রসময় বিশ্বাসের স্ত্রী বক্তৃতা প্রদান কালে তার হাত থেকে ধস্তাধস্তি করে মাইক্রফোন কেড়ে নিয়ে পরিবেশ ঘোলাটে করে তোলে। এক পর্যায়ে সে শত শত মানুষের সামনে তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code