৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই, আটক ১

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ণ
পাইকগাছায় ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই, আটক ১

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়েছে সংঘবদ্ধ তিন ছিনতাইকারী। পালানোর সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) বাঁকা বাজারের এক ইলেকট্রনিক্স দোকানের মালিক।
সাধন দেবনাথ বলেন, দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলাম। সরকারি দীঘির পুকুরপাড় এলাকায় পৌঁছাতেই তিনজন লোক গতিরোধ করে আমাকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। পরে ব্যাগে থাকা সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল নিয়ে দৌড় দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাড়ুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটক ছিনতাইকারীর নাম তুহিন দাশ। তাকে পুলিশি পাহারায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় এখনো অন্য দুই ছিনতাইকারীর খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাচি শিকদার বলেন, আহত ব্যবসায়ী সাধন দেবনাথ এবং গণপিটুনির শিকার ছিনতাইকারী তুহিন দাশ চিকিৎসাধীন। তুহিন দাশের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Sharing is caring!