১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী সদরে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

admin
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
রাজবাড়ী সদরে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 

সোহাগ রানা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ-

সোমবার (২৬ মে) সকালে স্থানীয়রা মরদেহটি পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, চান্দু শেখের বাড়ির পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পাট জাগ দেওয়া হয়। দীর্ঘদিন পানি না থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা পানি জমে এবং পুকুরটি কচুরিপানায় ঢেকে যায়। সোমবার সকালে চান্দু শেখের বোন আলেয়া বেগম পেঁপে পারতে গিয়ে পুকুরের মাঝখানে একটি অচেনা বস্তু ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখতে পান, সেটি একটি মানুষের মরদেহ। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন।

চান্দু শেখ বলেন, আমি মাঠে কাজ করছিলাম, তখন বোন আমাকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান, মরদেহটি অন্তত তিন চার দিন আগে পানিতে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে, তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্ত ও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Sharing is caring!