১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে আবারও হস্তীশাবক হত্যা, মাটিচাপা থেকে উদ্ধার

admin
প্রকাশিত মে ৭, ২০২৫, ০৭:০৬ অপরাহ্ণ
বাঁশখালীতে আবারও হস্তীশাবক হত্যা, মাটিচাপা থেকে উদ্ধার

Manual4 Ad Code

◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে একটি হস্তীশাবক মেরে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুঁইছড়ি বশিরা বাপের বাড়িসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে বন বিভাগ ঘটনাটি গণমাধ্যমে জানায়নি। গত মঙ্গলবার, (৬ মে)  রাতে ওই এলাকার কয়েকজন বাসিন্দা মুঠোফোনে বিষয়টি জানালে বন বিভাগ এর সত্যতা স্বীকার করে।

Manual2 Ad Code

ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে হাতিটি মেরে মাটিতে পুঁতে রাখা হয়; কিন্তু দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন গতকাল বন বিভাগকে খবর দেন। তখন হাতিরশাবকটি মাটিচাপা দেওয়ার বিষয়টি জানা যায়।

বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে স্থানীয় লোকজন পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুঁইছড়ি বশিরা বাপের বাড়িসংলগ্ন পাহাড়ি এলাকায় একটি মাটির স্তূপ দেখতে পান। স্তূপটি ঘাস দিয়ে ঢাকা ছিল। পরবর্তী সময়ে লোকজন বন বিভাগকে বিষয়টি জানালে তাঁরা মাটি খুঁড়ে হাতিটির দেহাবশেষ উদ্ধার করেন।

Manual8 Ad Code

ধারণা করা হচ্ছে, হাতিটির বয়স পাঁচ বছরের কম এবং এটি মাদি হাতি। বিদ্যুতের শক দিয়ে এটি মারা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।

Manual4 Ad Code

এই বিষয়ে জানতে চাইলে জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বিভিন্ন মিডিয়াকে বলেন, ‘হস্তীশাবকটি মেরে পলিথিন মুড়ে পুঁতে রাখা হয়। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভেটেরিনারি সার্জন ও  প্রাণিসম্পদ কর্মকর্তাদের তত্ত্বাবধানে ময়নাতদন্ত করিয়েছি। ময়নাতদন্তদের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code