১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

উলিপুরে একঝাক তরুণ প্রজন্মের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
উলিপুরে একঝাক তরুণ প্রজন্মের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার-কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০-০৩-২০২৫ রোজ রবিবার সকাল আট ঘটিকায় গরীব ও অসহায় মানুষজনের হাতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উপজেলার পৌরসভার (০৪) নং ওয়ার্ডে অবস্থিত ‘নারিকেল বাড়ি পিয়াদা পাড়া সূর্য তরুণ যুব সংগঠন’এর তত্বাবধানে শতাধিক গরীব অসহায় মানুষজনের হাতে ঈদ উপহার হিসেবে সেমাই চিনি কাপড় বিতরণ করা হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ সাঈদুল হক (সুমন) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক স্বত্বাধিকারি বিথী হার্ডওয়ার। মোঃ ফিরোজ আলম মন্ডল প্রধান উপদেষ্টা নারিকেল বাড়ি পিয়াদা পাড়া সূর্য তরুণ যুব সংগঠন। আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক , মোস্তাফিজার রহমান মন্ডল, সাবেক কাউন্সিলর,মোঃ বাবলু পাঠান, সাধারণ সম্পাদক উলিপুর সাবরেজিস্টার দলিল লেখক সমিতি। মোঃ মাঈনুল হোসেন মন্ডল (দুলু) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাধারণ সম্পাদক উলিপুর বণিক সমিতি, মোঃ ওবায়দুর রহমান বুলবুল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় বাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখা, মোঃ ফারুক হোসেন উপদেষ্টা নারিকেল বাড়ি পিয়াদা পাড়া সূর্য তরুণ যুব সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ ফিরোজ আলম মন্ডল, সহকারী শিক্ষক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ সাঈদুল হক (সুমন) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।মোঃ মিসবাহুল ইসলাম (মিসবাহ) ঈমাম নারিকেল বাড়ি পিয়াদা পাড়া জামে মসজিদ। মোঃ মোস্তাফিজার রহমান মন্ডল (মোস্তফা) সাবেক কাউন্সিলর নারিকেল বাড়ি চার(০৪) নং ওয়ার্ড উলিপুর পৌরসভা। মোঃ শাহজাহান খন্দকার আনসার ভিডিপি দলনেতা চার (০৪)নং ওয়ার্ড উলিপুর পৌরসভা।মোঃ হায়দার আলী সভাপতি নারিকেল বাড়ি পিয়াদা পাড়া সূর্য তরুণ যুব সংগঠন। মোঃ আতাউর রহমান (আতা) সাধারণ সম্পাদক নারিকেল বাড়ি পিয়াদা পাড়া সূর্য তরুণ যুব সংগঠন, এবং ক্লাবের অন্যানন সদস্য বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Sharing is caring!