১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে রাতে নৌকা ডুবি, চারজনের মৃত্যু

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে রাতে নৌকা ডুবি, চারজনের মৃত্যু

ফকির হাসান : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বৌলাই নদে যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারী ও দুই মেয়ে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদের মদনাকান্দা গ্রামের পাশে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রাত পৌনে ১২টায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমরা রাত সাড়ে ১০টায় খবর পেয়েছি। এখন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। স্থানীয় সূত্রে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এর মধ্যে দুজন নারী ও দুজন শিশু।’

নৌকা ডুবে মারা যাওয়া চারজন হলেন জামালগঞ্জের নোয়াপাড়া গ্রামের বিউটি চক্রবর্তী (৪৫), নেত্রকোণা মোহনগঞ্জ উপজেলার আতনি গ্রামের কল্পনা সরকার (৫০), তাঁর মেয়ে রুদ্রা সরকার (৬) ও কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের গঙ্গা সরকার (৬)।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রী নিয়ে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের মদনাকান্দা গ্রামে যাচ্ছিল। ঈদের কারণে নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল। নৌকাটি বৌলাই নদ হয়ে মদনাকান্দা গ্রামের পাশে এসে তীরে ভেড়ার আগে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা তীরে উঠতে পারলেও ওই নারী ও শিশুরা উঠতে পারেনি। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, নৌকাটির কোনো ছাদ ছিল না। খোলা নৌকায় করেই এ পথে যাত্রীরা যাতায়াত করেন। অতিরিক্ত যাত্রীর কারণেই নৌকাটি ডুবেছে।

Sharing is caring!