
জায়েদ আহমেদ, মৌলভীবাজার থেকেঃ-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬শত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ৫শত হাফেজ সম্মানিত করেন অবসরপ্রাপ্ত কর্ণেল সালেহ আহমদ।
শুক্রবার (২৮মার্চ) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের ” তাহিয়্যাতুল মসজিদ” এর ব্যানারে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানিত করা হয়।
হাজী ডা.কাইয়ম উদ্দিন এর সভাপতিত্বে হাফেজ শফিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ কামরুজ্জামান, মাওঃ জুনাব আলী, মাওঃ শাহেজামান, মাওঃ মুজাক্কির, মাওঃ জহিরুল হক, মুফতি আবুল কালাম,বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, হাজী মজর আলী প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন, এরকম হাফেজ আলেম-ওলামাদেরকে সম্মানিত করণ অতীতে কোন সরকার কিংবা কোন সংগঠন করেনি। সব সময় ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানিত করা দরকার। এরা আমাদের সবসময় প্রয়োজন। কয় টাকা বেতন পায় তারা। আমাদের সহযোগিতার হাত এভাবে অবসরপ্রাপ্ত কর্ণেল সালেহ আহমদ এর মতো হতে হবে।
Sharing is caring!