১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ণ
পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক

Manual1 Ad Code

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আজ বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবসে চট্টগ্রাম মহানগরের আওতাধীন পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরের জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আমিনুল ইসলাম।

Manual2 Ad Code

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু।

বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল আর দক্ষিণজেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাঁচলাইশ থানা জাসাসের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ।

আজকের ২৫তম রমজানে পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক, স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরসহ উত্তরজেলা ও দক্ষিণজেলা জাসাসের এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়।

যেখানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা জাসাসের সভাপতি-সাধারন সম্পাদক, চট্টগ্রাম মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক জামিল, জনাব মইন, খন্দকার সাইফুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আজ অনেক বছর পর আমরা এভাবে নির্ভয়ে এতোবড় মিলনমেলা সংগঠিত করতে পেরেছি যাদের অবদানে তাদের অন্যতম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদ ওয়াসিম আকরাম যিনি শহীদ হয়েছিলেন এই মুরাদপুরেই।

Manual7 Ad Code

আজকের এইদিনে ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জীবন বিসর্জন দেওয়া সকল শহীদ এবং জুলাই বিপ্লবে আহত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি স্ব সশ্রদ্ধ সালাম ও দোয়া রইলো।

বাংলাদেশ জাতীয়তাবাদীদল সবসময়ই বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভুমিকায় থাকবে। পাঁচলাইশ থানার নবগঠিত জাসাস কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশ গঠনের ৩১ দফাকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে ইফতারের পূর্ব মুহুর্তে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করে প্রায় দুশোর মতো নেতাকর্মী একত্রে ভাতৃত্বের বন্ধনে ইফতার সম্পন্ন করেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code