৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেসবুকে পোস্টে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০২:৫০ অপরাহ্ণ
ফেসবুকে পোস্টে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে

Manual4 Ad Code

ফেসবুকে পোস্টে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে, তোপের মুখে  সহকারি কমিশনার মুনিরা কায়ছান 

 

Manual8 Ad Code

আনোয়ার হোসেন,বিশেষ প্রতিনিধি:
শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

তবে তার দাবি পোস্টটি ফেসবুক হ্যাক করে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে এই পোস্ট দেওয়া হয়। সামাজিক মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর সরাইলজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

এই ঘটনার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীর তোপের মুখে পড়েন তিনি। এরপর তিনি মাঠ থেকে ফিরে যান। এর প্রায় পৌনে একঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করা এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে এ ঘটনাকে নাটক দাবি করে সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা এসিল্যান্ডের অপসারণ দাবি করেছেন।

এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টটিতে লিখা ছিল-

‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা।’

‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন-বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল।’

‘আমাদের স্বপ্ন-একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি-গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত।’

‘অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এদেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…’

পোস্টটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। এরপর পরই সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান এবং এসিল্যান্ডের অপসারণ দাবি করেন। পরে পোস্টটি মুছে তা হ্যাক দাবি করে করা।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, সরাইলের এসিল্যান্ড ফ্যাসিবাদের দোসর। তার এই নাটকে কাজ হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Manual1 Ad Code

এ বিষয়ে সরাইল কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছি। এসিল্যান্ডকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে। তিনি জানিয়েছেন তার ফেসবুক হ্যাক হয়েছিল। তবে ঘটনাটি তদন্ত করছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code