১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বড়ুয়ার হাতে পল্লী চিকিৎসক নুরুল হক খুন

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ
চট্টগ্রামে বড়ুয়ার হাতে পল্লী চিকিৎসক নুরুল হক খুন

জসিম তালুকদার, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকসেবীর হাতে এক পল্লী চিকিৎসক খুন হয়েছেন। মাদক সেবনে বাধা দেওয়ায় দু’জনের মধ্যে তর্ক বিতর্ক হলে এক পর্যায়ে পল্লী চিকিৎসককে কাচি দিয়ে আঘাত করে ওই যুবক।

নিহত পল্লী চিকিৎসক হলেন নুরুল হক (৫৪)। তিনি কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান ৬ নম্বর ওয়ার্ডের বলি পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক সজীব বড়ুয়াকে আটক করে। তিনি একই ইউনিয়নের পূর্ব কলাউজানের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়া পাড়া খোকা বড়ুয়ার ছেলে।

নিহত নুরুল হক জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কলাউজান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার তত্ত্বাবধায়ক ছিলেন। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

সোমবার (২৪ মার্চ) ইফতারের আগে উপজেলার কলাউজান কানুরাম বাজার (নয়া হাট) বাবু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই নুরুল আমীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক সজীব বড়ুয়া একজন এলাকার সন্ত্রাসী ও নিয়মিত মাদকসেবী। নুরুল হকের চেম্বারের পাশে বসে তার অপর সহযোগীদের নিয়ে মাদক সেবন করছিলেন তিনি। ওই সময় নুরুল হক ঘটনাটি দেখে প্রতিবাদ করেন।

প্রতিবাদের সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে পাশের দর্জির দোকান থেকে কাচি এনে সন্ত্রাসী সজীব বড়ুয়া নিহতের মুখে আঘাত করেন। ওইসময় নুরুল হক রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ নাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sharing is caring!