৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ছাতকে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ছাতকে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর

Manual8 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দশ বছর বয়সী রিয়া নামের এক শিক্ষার্থী মাদ্রাসায় ধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়।

Manual7 Ad Code

উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের মৃত ছমরু মিয়ার পুত্র সাবুল মিয়া (২৫) শুক্রবার সকাল ৮ ঘটিকায় গ্রামের মসজিদ সংলগ্ন তাহফিজুল কুরআন মাদ্রাসার কোরআন শিক্ষা কেন্দ্রে যাওয়ার পথে একই গ্রামের রিয়া নামের শিশু কন্যা (১০) কে টেনে হিছড়ে মাদ্রাসার দুতলায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। দিনব্যাপী ধর্ষনের ঘটনা গোপন রেখে সমঝোতার চেষ্টা করে যুবলীগ নেতা সাবেক মেম্বার বাবুল মিয়া।

এক পর্যায়ে সমঝোতায় ব্যর্থ হলে বিষয়টি জানাজানি হয়ে যায়৷ এ ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক সাবুল মিয়ার বাড়িতে ভাংচুর করে।

Manual1 Ad Code

এতে বিক্ষুব্ধ জনতা  ক্ষিপ্ত হলে পরবর্তী পুলিশ লিখিত অভিযোগ গ্রহন করে এবং তাৎক্ষণিক ধর্ষককে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

Manual7 Ad Code

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, অভিযোগের খবর পেয়ে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code