৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যদি কিছু মনে না করেন

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ০৬:৩০ অপরাহ্ণ
যদি কিছু মনে না করেন

Manual3 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটুঃ-

ফজলে লোহানী (জন্মঃ ১২ মার্চ,১৯২৮–মৃত্যুঃ ৩০ অক্টোবর ১৯৮৫) সাংবাদিক, লেখক, টিভি উপস্থাপক, চলচ্চিত্র প্রযোজক। সিরাজগঞ্জ জেলার কাউলিয়া গ্রামে ফজলে লোহানী জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবু লোহানী ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক।বড় ভাই প্রখ্যাত লেখক, পরিচালক,সাংবাদিক ও অভিনেতা ফতেহ লোহানী।

Manual5 Ad Code

মাতা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষিকা। বড় ভাই ফতেহ লোহানী বিশিষ্ট অভিনেতা, চিত্র পরিচালক, সাহিত্যিক, অনুবাদক ও বেতার ব্যক্তিত্ব।

Manual8 Ad Code

১৯৪৭ সালে ভারত বিভাগের পর তিনি অন্যান্য কয়েকজনের সঙ্গে সাপ্তাহিক পূর্ববাংলা নামে পত্রিকা প্রকাশ করেন। ১৯৪৯ সালে তাঁর সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত হয় উন্নতমানের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক অগত্যা পত্রিকা। পঞ্চাশের দশকে তিনি ইংল্যান্ড যান এবং বিবিসিতে কাজ করেন। ষাটের দশকের শেষ দিকে দেশে প্রত্যাবর্তন করে ফজলে লোহানী সাংবাদিকতা ও লেখালেখিতে জড়িত হন। ১৯৭৭-১৯৮৫ সাল পর্যন্ত সময়ে তিনি বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ পরিচালনা ও উপস্থাপনা করেন।

লেখক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। ফজলে লোহানী ‘পেনশন’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন। ১৯৮৫ সালের ৩০ অক্টোবর ঢাকায় তাঁর মৃত্যু হয়।

Manual4 Ad Code

তাঁর মৃত্যুর পরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান
‘ যদি কিছু মনে না করেন ‘ তাঁরই অন্যতম সহকর্মী
হানিফ সংকেতের সঞ্চালনায় নতুনভাবে
” ইত্যাদি ” নামে প্রচারিত তুমুল জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code