১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে রমাদ্বান উপলক্ষে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:২২ অপরাহ্ণ
দোয়ারাবাজারে রমাদ্বান উপলক্ষে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

জামরুল ইসলাম রেজা,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর ৩ পাড়া প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র রমাদান মাস উপলক্ষে এলাকার প্রায় শতাধিক পরিবারে মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বাড়ী বাড়ী নিয়ে বিতরণ করা হয়।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর বাধ সংলগ্নের সামনে তরুণ সমাজকর্মী ইব্রাহিম আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারি আব্দুল কাদির।

বক্তব্য রাখেন উক্ত সংঘটনের উপদেষ্ঠা শফিক আলী, উপদেষ্টা শুকুর আলী, বিশিষ্ট মুরব্বী বাবুল মিয়া তরুন সমাজকর্মী আব্দুল হামিদ প্রমুখ।

ভার্চুয়ালী বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠা কালীন সাবেক সভাপতি বর্তমান প্রধান উপদেষ্টা সবুজ আলী, সভাপতি ইস্রাব আলী, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী আব্দুস শহিদ, অর্থ সম্পাদক কামাল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মখন মিয়া, ইলিয়াছ আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, তবারখ আলী, ইয়াকুব আলী, রুফন আলী, হিমেল আহমেদ, নুর মিয়া প্রমুখ।

পরে মুনাজাত পরিচালনা করেন হাফিজ ক্বারি মাহবুবুর রহমান সাহেব।।

Sharing is caring!