১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে হত্যার চেষ্টা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৮:০১ অপরাহ্ণ
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে হত্যার চেষ্টা

Manual3 Ad Code

মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

Manual7 Ad Code

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় জিডি ও রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার পাইকগাছা থানায় হাজির হওয়ার পর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

জিডি সুত্রে জানা গেছে,পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী মঙ্গলবার খুলনা থেকে তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ী ফিরছিলেন।রাত আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার কপিলমুনি তালতলা খাল নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকেই ওঁৎপেতে থাকা তিন জন দুর্বৃত্ত তার গতিরোধ করে।এসময় দুর্বৃত্তদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করলে তিনি মোটরসাইকেল ফেলে মাটিতে লুটে পড়ে।ঐসময় সাথে থাকা তার স্ত্রী চিৎকার করতে থাকলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Manual8 Ad Code

এদিকে দুপুর ১২ টায় ইউনিটির কার্যালয়ে প্রতিষ্ঠানের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বেগ পকাশ করে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, সিনিয়র নির্বাহী সদস্য সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু।

Manual6 Ad Code

সদস্য আনোয়ারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, মাজহারুল ইসলাম মিথুন, শাফিয়ার রহমান, কাজী সোহাগ প্রমুখ।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code