২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খিলগাঁওয়ে স-মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
খিলগাঁওয়ে স-মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা,

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স-মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দোতলা একটি স-মিলে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমাদের তিনটি ইউনিট যায়, পরে আরও পাঁচটি ইউনিট যোগ হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছে।’

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স-মিলে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স-মিলে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’

Sharing is caring!