২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৫:১০ অপরাহ্ণ
চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Manual6 Ad Code

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন পর্ব সম্পন্ন করা হয়।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

এরপর সকাল ৮টায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি বের করেন উপজেলা প্রশাসন । এ প্রভাত ফেরিটি উপজেলা সদর বাজার সহ বিভিন্ন  সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।

Manual2 Ad Code

 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী প্রধান অতিথি এবং থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার।

 

সভায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহজাহান শিকদার, সমাজ সেবক মঞ্জুরুল হক মৃধা, জামায়াত ইসলামী নেতা মোঃ কাউছার হোসেন, শিক্ষক এনামুল কবির, শিরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং চিত্রাংকন প্রতিযোগী শিশু কিশোরদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code